সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

জিপ উল্টে পর্যটক নিহত, আহত ৮

প্রতিদিন ডেস্ক

রাঙামাটির সাজেকে জিপ উল্টে এক পর্যটক নিহত ও আটজন আহত হয়েছেন। কুমিল্লায় বাসচাপায় প্রাণ হারিয়েছেন দুই অটোরিকশা যাত্রী। সিরাজগঞ্জ, গাজীপুর ও দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ আরও তিনজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর— রাঙামাটির সাজেকে জিপ উল্টে আল মোমিন (২৪) নামে এক পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। গতকাল দুপুরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের আট নম্বর পাড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিনের বাড়ি নরসিংদী জেলার মনোহরদীতে। বাবার নাম আবদুর রশিদ। আহতরা খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিত্সাধীন।  সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে সহপাঠীর সঙ্গে সাইকেল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে স্যালো ইঞ্জিন নসিমনের চাপায় জামাদুল ইসলাম (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় তালগাছি এসএ মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ও কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা নেধুরপাড়া গ্রামের আনসব আলী ওরফে ঠাণ্ডু মিয়ার ছেলে। কুমিল্লা : কুমিল্লার বরুড়ার চেঙাহাটা কেশনপাড়ায় যাত্রীবাহীবাসের চাপায় দুটি সিএনজি অটোরিকশার এক মহিলাসহ দুই যাত্রী নিহত ও আহত হয়েছেন নয়জন। গতকাল সন্ধ্যায় কুমিল্লা-চাঁদপুর সড়কে বরুড়ার চেঙাহাটা কেশনপাড়া এলাকায় তিশা এক্সক্লুসিভ বাস দুটি সিএনজিচালিত অটোরিবশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই এক পুরুষ যাত্রী নিহত হন। আহত হয় আরও ৯ জন যাত্রী। রাত ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় অপর এক মহিলা যাত্রীর মৃত্যু হয়। গাজীপুর : গাজীপুরে পিরুজালীর নুহাস পল্লী সড়কে পিকনিকে আসা বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত জুলহাস উদ্দিন গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের শরাফত আলীর ছেলে।  চিরিরবন্দর : দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে অশ্বনী কুমার রায় (৩৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন মিলন চন্দ্র সরকার (১৮) নামে অপর এক মোটরসাইকেল আরোহী। নিহত অশ্বনী কুমার রায়ের বাড়ি জেলার চিরিরবন্দরে।

সর্বশেষ খবর