সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ঝিনাইদহে ১৬৯ শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই

ঝিনাইদহ প্রতিনিধি

ভাষা আন্দোলনের ৬৪ বছরেও ঝিনাইদহ জেলার ১৬৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার স্থাপন করা হয়নি। ফলে শিক্ষার্থীরা ২১ ফেব্রুয়ারি এলেই নিজেদের উদ্যোগে কলা গাছ, বাঁশ, কাঠ ও কাগজ দিয়ে অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এ ছাড়া অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই ২১ ফেব্রুয়ারির কোনো কর্মসূচি পালন না করার অভিযোগ রয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানা যায়, জেলার ছয় উপজেলায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ৪৭২টি স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। এর মধ্যে ১৭৯টি প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। খোঁজ নিয়ে জানা গেছে, সদর উপজেলায় ৪০, মহেশপুরে ২০, কোটচাঁদপুরে ১৪, কালিগঞ্জে ৪০, হরিণাকুণ্ডুতে ২০ ও শৈলকুপায় ৪৫ প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই। এ ছাড়া জেলার ১১২ মাদ্রাসার মধ্যে শুধু ২২টিতে সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ করার নির্দেশ রয়েছে। এদিকে শহীদ মিনার না থাকায় জেলার বেশির ভাগ গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ থাকে।

ফলে নীরবে নিভৃতেই পেরিয়ে যায় মাতৃভাষা দিবসের মতো তাত্পর্যপূর্ণ একটি মহান দিন।

 

সর্বশেষ খবর