সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

এক পলক

ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ছুরিকাঘাতে হারুনুর রশিদ (২৫) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। তার বাড়ি একই উপজেলার পোগলা ইউনিয়নের সুনুই গ্রামে। এ ঘটনায় পুলিশ সেতু নামের এক যুবককে আটক করেছে।—নেত্রকোনা প্রতিনিধি

পুকুরে যুবকের লাশ

কুমিল্লায় মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল জেলার বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মামুন ওই গ্রামের আলী আহম্মদের ছেলে। বুড়িচং থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

—কুমিল্লা প্রতিনিধি

লক্ষ্মীপুর যুবলীগের কমিটি

লক্ষ্মীপুর জেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপুকে আহ্বায়ক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জামাল রিপনকে ১ম যুগ্ম আহবায়ক ও মো. বায়েজিতকে ২য় যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি শনিবার সন্ধ্যায় অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটি। রবিবার সকালে নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়ে জেলা শহরসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে যুবলীগ নেতা কর্মীরা। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ এই কমিটি অনুমোদন করেন বলে বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন নবগঠিত কমিটির আহ্বায়ক এ কেএম সালাহ্ উদ্দিন টিপু।—লক্ষ্মীপুর প্রতিনিধি

চট্টগ্রামে গ্রেফতার ৯৭

চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আবদুল আউয়াল বলেন, শনিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পরোয়ানাভুক্ত ৯০ জন এবং নিয়মিত মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানে কয়েকজনের কাছ থেকে চোলাইমদ এবং ইয়াবা উদ্ধার করা হয়।—নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

চাঁপাইনবাবগঞ্জ এক আওয়ামীলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। শনিবার দিবাগত রাতে শহরের রাজারামপুর মিয়াপাড়ায় শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা দুখু ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, মুখোশ পরিহিত ৬/৭ জনের একদল ডাকাত দরজা ভেঙ্গে ধারালো অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে ফেলে। পরে একজোড়া স্বর্ণের বালাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। —চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পার্বতীপুরগামী ডেমো ট্রেনে কাটা পড়ে দীপু (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিত্রবাটি শিয়াল বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপু পীরগঞ্জ পৌর এলাকার জগথা মহল্লার সোহেল হোসেনের ছেলে। নিহতের স্বজনরা গতকাল সকালে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

—পীরগঞ্জ প্রতিনিধি

খনিজ সম্পদ অনুসন্ধানে কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর বদলগাছীতে স্তরতাত্ত্বিক তথ্য সংগ্রহ ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ অনুসন্ধানে ড্রিলিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টায় উপজেলার তাজপুর গ্রামে বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) মহা-পরিচালক নিহাল উদ্দীন এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তরের পরিচালক রেশাদ মুহম্মদ ইকরাম আলী, বদলগাছী উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমী চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন খান, জরিপ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম, উপ-পরিচালক (ড্রিলিং প্রকৌশল) খন্দকার রবিউল ইসলাম, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন খান রতন প্রমুখ উপুস্থিত ছিলেন।

—নওগাঁ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর