শিরোনাম
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

কৃষি ও কৃষকের উন্নয়ন করতে হবে

আবুল কালাম আজাদ

কৃষি ও কৃষকের উন্নয়ন  করতে হবে

কৃষির পাশাপাশি প্রাকৃতিক খনিজ সম্পদকে সঠিকভাবে কাজে লাগিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে জেলার উন্নয়ন যাত্রাকে এগিয়ে নেওয়া যেতে পারে। দিনাজপুর নাগরিক উদ্যোগের আহ্বায়ক ও জেলা সেক্টর কমান্ডার ফোরাম ’৭১-এর সভাপতি আবুল কালাম আজাদ আরও বলেন, জেলায় কৃষির মধ্যে ফসল ছাড়াও ফলের বাগানও দিন দিন বাড়ছে। তবে উৎপাদন খরচের কমে পণ্যসামগ্রী বিক্রি করতে হচ্ছে কৃষককে। কৃষিতে শৃঙ্খলা আনা দরকার। ভূমির সঠিক ব্যবহার সম্পর্কে একটি নীতিমালা করা দরকার। দিনাজপুরের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ ভালো হলেও কৃষি পণ্য নিয়ে যাওয়া ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। প্রয়োজনে রেলের উন্নয়নে ডাবল লাইন করে রেল যোগাযোগের উন্নয়ন ঘটাতে হবে। কৃষিকাজে এখনো ভুগর্ভস্থ পানির ওপর নির্ভরশীল। জেলার সব নদী খনন করতে হবে। রাবার ড্যাম কিংবা বড় বড় শুকনো বিল খনন করে কাজে লাগাতে হবে। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারে কৃষককে সচেতন করা হয় না। এতে ফসলের উপকারের চেয়ে প্রকৃতিসহ মাটির উর্বরতা নষ্ট করছে।

সর্বশেষ খবর