শিরোনাম
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

উল্লাপাড়ার ৬ শ্রমিকের দাফন, পরিবারে মাতম

উল্লাপাড়ার ৬ শ্রমিকের দাফন, পরিবারে মাতম

নারায়নগঞ্জে মাটিবাহী ট্রলারডুবিতে নিহত সিরাজগঞ্জের উল্লাপাড়ার ছয় শ্রমিকের পরিবার ও তিনটি গ্রামে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার ভোরে তাদের লাশ গ্রামে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। তিনটি গ্রামের মানুষ শোকে স্তব্ধ হয়ে পড়ে। স্বজনদের হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছে কারো স্ত্রী, কারো মা, কারো সন্তান ও কারো বাবা। ছোট ছোট শিশুরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছিল প্রিয় বাবার মুখের দিকে। স্বজনের বুকফাটা আর্তনাতে পুরো এলাকা শোকে স্তম্ভিত হয়ে পড়ে। নিহতের স্বজনদের সান্ত্বনা দিতে গিয়ে সবাই নিজেই চোখের জল ফেলেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তেলিপাড়া কবরস্থানে চারজনের এবং একই সময় বানিয়াকৈড় ও ফাজিলনগর কবরস্থানে বাকি দুজনকে দাফন করা হয়। জানাযা নামাজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।  এর আগে পরিবারের মুখে আহার তুলে দিতে কাজ করতে গিয়ে বুধবার নারয়ানগঞ্জ আলীরটেক ইউনিয়নের গোগনগর এলাকায় ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবিতে তাদের মৃত্যু হয়।

সর্বশেষ খবর