বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

এক পলক

কালিয়াকৈরে শ্রমিক বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে বার্ষিক অর্জিত ছুটির টাকার দাবিতে এক পোশাক কারখানার শ্রমিকরা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতি করেছে। শ্রমিক বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ মঙ্গলবারও কারখানা ছুটি ঘোষণা করেছে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. আখতারুজ্জামান তালুকদার জানান, চাকরির বয়স কম হওয়া সত্ত্বেও শ্রম আইনকে না মেনে শ্রমিকরা অযৌক্তিকভাবে অর্জিত ছুটির টাকা দাবি করছে। —গাজীপুর প্রতিনিধি

ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় শিশু নিহত, আহত ৩

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ঘুরানোর সময় অপর একটি ট্রেনের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে মামুনুর রশিদ নামে এক শিশু নিহত ও অপর এক শিশুসহ তিন জন আহত হয়। নিহত মামুন ময়মনসিংহের ফুলপুর উপজেলার লেপশিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে রেলস্টেশনে পানি বিক্রি করত।—গাজীপুর প্রতিনিধি

বিদেশি ভাষা প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন

টঙ্গী সরকারি কলেজে গতকাল সকালে বিদেশি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশাসনিক ভবনের তৃতীয় তলার উদ্বোধন করা হয়েছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি মো. জাহিদ আহসান রাসেল। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, হুমায়ন কবির বাপ্পী ও থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু প্রমুখ।—টঙ্গী প্রতিনিধি

ফেনী যুবলীগের সম্মেলন আজ

ফেনী জেলা যুবলীগের সম্মেলন আজ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সংসদ সদস্য নিজাম হাজারী (ফেনী-২), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবত, আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে ১৯৯৭ সালে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। —ফেনী প্রতিনিধি

আজ ফেনী যুবলীগের সম্মেলন

ফেনী জেলা যুবলীগের সম্মেলন আজ। সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সংসদ সদস্য নিজাম হাজারী (ফেনী-২), যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবত, আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে ১৯৯৭ সালে জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

—ফেনী প্রতিনিধি

বিনামূল্যে স্কুলব্যাগ

শহরের স্টেডিয়ামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে মঙ্গলবার বিনামূল্যে স্কুলব্যাগ দিয়েছে মাগুরা সমাজকল্যাণ সংসদ। ইউরো বাংলা আইটি নামের একটি জাতীয় সংস্থার সহযোগিতায় এই উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ বাকি ইমাম। স্কুলের প্রধান শিক্ষক রাকিবুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফজলুর রহমান, মীর মনিরুল ইসলাম লিটন, সাংবাদিক রূপক আইচ।

—মাগুরা প্রতিনিধি

ন্যাশনাল সার্ভিস  কর্মসূচির উদ্বোধন

জামালপুরের মাদারগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে মঙ্গলবার এক হাজার ৮৯০ জন বেকার যুবক-যুবতীর তিন মাসব্যাপী ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ড. কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা পারভীন মুন্নি, যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদমোহাম্মদ শাহীনুর খান প্রমুখ।

—মাদারগঞ্জ প্রতিনিধি

নিজ উদ্যোগে রাস্তা

কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নে দুই ও এক কিলোমিটার দীর্ঘ দুটি মাটির রাস্তা নির্মাণ করে দিয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মমতাজ উদ্দিনের ছেলে ও উপজেলা ভাইস চেয়ারম্যান হালিমা আক্তারের স্বামী মজিবুর রহমান। রাস্তা দুটি হলো— বটতুলি-মোল্লাকান্দি এবং মুগারচর-লক্ষণখোলা। রাধানগর ইউপি সদস্য ডিপটি বলেন, রাস্তা করে দেওয়ায় সাধারণ মানুষের উপকার হয়েছে।

—দাউদকান্দি প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর