শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বরগুনায় ২৬ জেলে উদ্ধার

বরগুনা প্রতিনিধি

সাগরে ডাকাতিরত অবস্থায় বুধবার জলদস্যু মাস্টার বাহিনীর তিন সদস্য আটক ও জিম্মি ২৬ জেলেকে উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। আটকরা হল— আলী হোসেন, শিমুল ও সবুজ। উদ্ধার জেলেরা হলেন— জালাল, সিদ্দিক, রুবেল, রিয়াজ, শানু, জাকির, পান্না, আবদুল্লাহ, সোবাহান, হাফিজুল, রুহুল, শাহাদাত, রেজাউল, মিজানুর, ওহিম, নুরু, এমাদুল, সোহরাব, জাকির, আনোয়ার, নান্না, শুক্কুর, সোবাহান, জালাল, হামিদ, জাহাঙ্গির ও নজরুল। গতকাল দুপুরে কোষ্টগার্ড পাথরঘাটা স্টেশনে সংবাদ মম্মেলনে উদ্ধার জেলে ও আটক জলদস্যুদের হাজির করা হয়। এ সময় কোস্টগার্ডের জোনাল কমান্ডার আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দিনে ও রাতে মাস্টার বাহিনী পটুয়াখালীর কুয়াকাটা দক্ষিনে গভীর সমুদ্রের বিভিন্ন এলাকায় থেকে মুক্তিপণ দাবিতে বহু জেলেকে অপহরণ করে। এ খবরের ভিত্তিতে কোস্টগার্ড পাথরঘাটা স্টেশনের একটি দল বুধবার সকালে অভিযানে নামে। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়লে তারও পাল্টা গুলি চালায়। পালিয়ে যেতে না পারায় একপর্যায়ে তিন জলদস্যু আত্মসমর্পন করে। তাদের কাছ থেকে তিনটি ট্রলার, এটটি বন্দুক, একটি কাটা রাইফেল, এটটি এলজিসহ ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর