শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

স্বাধীনতাবিরোধীদের বংশধরদের মনোনয়ন না দেওয়ার আহ্বান

শেরপুর প্রতিনিধি

স্বাধীনতাবিরোধীদের বংশধরদের মনোনয়ন না দেওয়ার আহ্বান

ইউপি নির্বাচনে স্বাধীনতাবিরোধীদের সন্তানদের আওয়ামী লীগ থেকে মনোনয়ন না দেওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। শেরপুর জেলার সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ আহ্বান জানানো হয়। মুক্তিযোদ্ধা আ. ওয়াহেদ কাক্কুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে দাবি করা  হয় ধলা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তছলিম উদ্দিনের বাবা মরহুম মোহাম্মদ আলী ওরফে মাহালী মুক্তিযোদ্ধাদের তালিকা অনুযায়ী ওই এলাকার ৩ নম্বর রাজাকার। তছলিমকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। অপরদিকে নকলা উপজেলার পাঠকাটা ইউনিয়নে শান্তি কমিটির সভাপতির ছেলে ফয়েজ মিল্লাতকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে। এ ব্যাপারে ‘আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নকলা উপজেলার নেতা মো. আবু শামীম মমতাজ, মুক্তিযোদ্ধা মমতাজ আলী, জিন্নাত আলী, নবিউর রহমান ও ওই বর্তমান চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হক, ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তবে ফয়েজ মিল্লাত বলেন— আমরা পারিবারিকভাবে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। কেউ বিএনপিও করেন না। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান জানিয়েছে দলের স্বার্থে হয়ত রাজাকারের ছেলেকেই ভোট দিব।

সর্বশেষ খবর