শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

এক মুঠো ঝরা আঙুরের জন্য খুন হয় শিশু রিয়াদ

কুমিল্লা প্রতিনিধি

এক মুঠো ঝরা আঙুরের জন্য কুমিল্লার মনোহরগঞ্জে শিশু রিয়াদকে হত্যা করা হয়। ১৬৪ ধারায় এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি আলমগীর হোসেন। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার ৬ নম্বর আমলী আদালতের বিচারক মুহাম্মদ ফাহদ বিন আমিন চৌধুরীর আদালতে আলমগীর এ জবানবন্দি দেন। মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র জানান, রিয়াদ হত্যা মামলায় আসামি আলমগীর হোসেন জবানবন্দিতে জানিয়েছেন, তাদের ফলের দোকান থেকে এক মুঠো ঝরা আঙুর নিয়ে যায় রিয়াদ। তা দেখে আলমগীর, ফারুক, মিজানুর রহমান ও আজম শিশুটিকে ব্যাপক মারধর করেন। একপর্যায়ে তার মৃত্যু হলে মরদেহ বস্তায় ভরে বাজারের পাশে ফেলে যান। উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে মনোহরগঞ্জ বাজারের পাশ থেকে দিশাবন্দ গ্রামের খোকন মিয়ার ছেলে স্কুলছাত্র রিয়াদের (৭) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় খোকন অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা করেন। পুলিশ সন্দেহভাজন দুজনকে আটক করে আদালতে নিলে বুধবার দিশাবন্দের আবুল কালামের ছেলে আলমগীর হোসেনকে (২২) দুই দিনের রিমান্ড ও আবদুল মালেকের ছেলে ফারুককে (১৪) কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। 

সর্বশেষ খবর