রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

মানুষের উপর দিয়ে চলে গেল বাসটি, প্রাণহানি ৩

প্রতিদিন ডেস্ক

মাদারীপুরে যাত্রীবাহী বেপরোয়া গতির একটি বাস মানুষের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থালে তিনজনের মৃত্যু হয়। এছাড়া সড়ক দুর্ঘটনায় দিনাজপুর ও মানিকগঞ্জে নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ তিনজন। প্রতিনিধিদের খবর—

মাদারীপুর : ঈগল পরিবহনের দ্রুতগতির যাত্রীবাহী বাস নসিমনকে ধাক্কা দিলে চালকসহ যাত্রীরা রাস্তায় পড়ে যান। এ সময় গাড়িটি পড়ে থাকা মানুষের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই  নিহত হন তিনজন। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি নামক স্থানে ঢাকা-বরিশাল মহসড়কে। এ সময় ওই মহাসড়ক প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন— রাজৈর উপজেলার মোল্লা কান্দি গ্রামের মেরাজুল বেপারী, সদর উপজেলার লুত্ফর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্র শরীফুল ইসলাম। প্রত্যক্ষদর্শী আ. রহমান ও জহির জানান, বাসের ধাক্কায় প্রথমে নসিমনের যাত্রীরা রাস্তায় পড়ে যান। এরপর তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দ্রুত পালিয়ে যান চালক। যাত্রীদের উপর দিয়ে গাড়ি চালিয়ে না গেলে হয়ত তারা মারা যেতেন না। দিনাজপুর : দিনাজপুর-ফুলবাড়ী সড়কে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ছাত্রী রহিমা খাতুন লিমা নিহত হয়েছেন। এ সময় আহত হন তার সহপাঠী সজিব হাসান। লিমা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী ও বাড়ি কুড়িগ্রামের চিলমারী বলে জানা গেছে। অপরদিকে, হাবিপ্রবির পিকনিক বাস থেকে পড়ে টিটু নামে এক হেলপার নিহত হয়েছেন। তার বাড়ি মাগুরায়। তিনি বিশ্ববিদ্যালয়ে মাস্টার রোলে বাসের হেলপার পদে চাকরি করতেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ও রাতে এ দুটি দুর্ঘটনা ঘটে। মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় উপজেলার পুখুরিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক লেগুনা হেলপার মৃত্যু হয়েছে। শনিবার সকালে রাস্তার পাশে লেগুনার চাকা পরিবর্তন করার সময় এ ঘটনা ঘটে। নিহত লেগুনা হেলপার আলমগীর হোসেন শিবালয় উপজেলার তেওতা গ্রামের সালামত আলীর ছেলে।

সর্বশেষ খবর