বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ডাক্তারসহ ১৩ জনের বিরুদ্ধে পরোয়ানা

হাসপাতালে চিকিৎসা বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি

ক্ষমতার অপব্যবহার ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ এনে হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার মঈনউদ্দিনসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন জেলা জজ আদালতের নাজির রেজাউল করিম খোকন। মঙ্গলবার বিকালে শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবির। এ খবর হাসপাতালে পৌঁছলে জরুরি বিভাগসহ সব সেবা বন্ধ করে দেন চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা। জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরুজা পারভীন। হাসপাতালে পরিচ্ছন্ন কোনো কক্ষ না থাকায় তাকে পোস্ট অপারেটিভ কক্ষে রাখার ব্যবস্থা করা হয়। কক্ষ গুছিয়ে দিতে বিলম্ব হওয়ায় আদালতের নাজির রেজাউল করিম খোকন কর্তব্যরত চিকিৎসক মঈনকে গালাগাল করনে। মাফরুজা পারভীনকে নির্ধারিত কক্ষে নেওয়ার পর তার দেহরক্ষী পুলিশ কনস্টেবল নূরে আলম রনিকে কক্ষ দিতে বিলম্ব হওয়ায় তিনি জরুরি বিভাগের কর্মরত ব্রাদার হাবিবুর রহমানকে থানায় নিয়ে যান। এ অবস্থায় হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা সেবা বন্ধ করে দেন। তারা জরুরি বৈঠকে বসে দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ঘোষণা করেন। রাত সাড়ে ১১টায় কনস্টেবল নূরে আলমের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করেন তারা।

সর্বশেষ খবর