বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ধামরাইয়ে তিন দিন বিদ্যুত্হীন ২০ গ্রাম

আজাহারুল ইসলাম রাজু, ধামরাই

ধামরাইয়ের যাদবপুর ও বাইশাকান্দা ইউনিয়নের ২০টি গ্রামে গত তিন দিন বিদ্যুৎ নেই। এতে ওইসব এলাকায় সেচ পাম্প বন্ধ হয়ে ইরি-বোরো ফসল পানির অভাবে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। বাড়িতে বাড়িতে বিরাজ করছে ভুতুড়ে অবস্থা। বার বার ধামরাই বিদ্যুৎ অফিসকে জানানো হলেও তারা এ ব্যাপারে এ রিপোর্ট লেখা পর্যন্ত কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। যাদবপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, যাদবপুর গ্রামের গৃহবধূ নাসরিন আক্তার, বাইশাকান্দা ইউনিয়নের চণ্ডীশ্বর গ্রামের আবুল বাশার, কৃষি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, রবিবার সন্ধ্যায় ঝড়-বৃষ্টি হওয়ার পর বিদ্যুৎ চলে যায়। পরদিন সকাল থেকেই বিষয়টি স্থানীয় কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয়। কিন্তু তারা বিদ্যুৎ লাইন চালু করার ব্যাপারে কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ধামরাইয়ের আমছিরমোড়, খাগাইল, ধানতারা যাদবপুর, আনালিয়াখোলা চণ্ডীশ্বর, মাঝিপাড়া, পাড়াগ্রাম, কান্দাপোটল, রঘুনাথপুর, মঙ্গলবাড়ী, মদনদিয়া, পটল, বাউটিয়া, বেরশ, বাঘাইর, গোলাকান্দাসহ ২০টি গ্রামে বিদ্যুৎ না থাকায় ভুতুড়ে অবস্থা বিরাজ করছে এবং ফ্রিজের জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে। এ ছাড়া এলাকায় বেড়েছে চুরি-ডাকাতি। ধামরাইয়ের কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ওয়ারিং পরিদর্শক আতাউল ইসলাম জানান, ঝড়ের কারণে ধামরাইয়ের বিভিন্ন গ্রামের ছয়টি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। কুশুরা পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহাবুব আলী জানান, ওইসব এলাকার বিদ্যুৎ দেওয়া হয় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতির ১ কবিরপুর এলাকা থেকে। তাই বিদ্যুৎ লাইন দিতে দেরি হচ্ছে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার (জিএম) সৈয়দ ওয়াহিদুল ইসলাম জানান, খুব দ্রুত সময়ে বিদ্যুৎ লাইন সচল করার ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর