শুক্রবার, ১১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় বিভিন্ন স্থানে ১৫ জন নিহত

প্রতিদিন ডেস্ক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের পর গতকাল মারা গেছেন আহত মোখলেসুর রহমানও। এছাড়া বিভিন্ন স্থানে সড়কে প্রাণ গেছে আরো ১৪ জনের। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— রাজশাহী : সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যুর পর গতকাল মারা গেছেন মোখলেসুর রহমানও (৬৫)। রাজশাহী মেডিকেলে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। এর আগে বুধবার রাত ৯টায় ছেলে জহুরুল ইসলাম এবং স্ত্রী জেবুন নেসা রামেক হাসপাতকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই রাতেই পবা উপজেলার মুরারিপুরে ট্রাক-কার সংঘর্ষে তারা আহত হয়েছিলেন। নিহতরা সবাই কারের যাত্রী। এদিকে পবা উপজেলার নওহাটা বিমানবন্দরের সামনের গতকাল ট্রাকের ধাক্কায় পলাশ নামে এ মোটসাইকেলের চালক নিহত হয়েছেন। তিনি দুর্গাপুর উপজেলার তেঘরিয়ার আবদুল লতিফের ছেলে। দিনাজপুর : বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কে টাক্টর ও ভ্যানের মুখোমুখী সংঘর্ষে ভ্যান চালক উজির আলী ও যাত্রী স্বপন শাহ নিহত হয়েছেন। স্বপন বোচাগঞ্জে উপজেলার আব্দুস সামাদের ছেলে ও উজির অ নাজমুল হোসেনের ছেলে। বুধবার গভীর রাতে সড়কের ভাঙ্গা মাদ্রাসা মোড় দুর্ঘটনাটি ঘটে। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার নজিরপুরে শুকতারা বেগম ও চাঁপাইনবাবগঞ্জ সদরের গোলাম মোস্তফা। গোমস্তাপুর উপজেলা ও চাঁপাইনবাবগঞ্জ শহরের গতকাল এ দুটি দুর্ঘটনা ঘটে। সাভার : ঢাকার সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও এক পোশাক শ্রমিক আহত হয়েছেন। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, হোময়েতপুর ও আশুলিয়ার পুকুর পাড় এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি। আহত গার্মেন্ট কর্মী পিয়ারী বেগমকে সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কে বুধবার রাতে কাঠভর্তি ট্রলির ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তারা হলেন— পীরগঞ্জ উপজেলার দক্ষিণ সূর্যপুর গ্রামের উজির আলী ও বোচাগঞ্জ উপজেলার স্বপন। হবিগঞ্জ : বাহুবল উপজেলার মুচাই পয়েন্টে গতকাল ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরেহী পশ্চিম জয়পুর গ্রামের সুজাত নিহত হয়েছেন। গুরুতর আহত হন তার ভাই জাবেদ। তাকে সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ : করিমগঞ্জে সিএনজিচালিত অটোরিকসাচাপায় শারমিন আক্তার নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। শারমিন মাঝিরকোণা গ্রামের আবুল কাশেমের মেয়ে। গতকাল বিকালে এ দুর্ঘটনাটি ঘটে।  নেত্রকোনা : খারিয়াজুরীতে লড়ির নীচে চাপা পড়ে আরাফাত নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার মধ্যরাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায়। তার বাড়ি খারিয়াজুরীর বোয়ালী মাইঝপাড়ায়। শ্রীমঙ্গল : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ইছুবপুরে বুধবার রাতে আটোরিকশার ধাক্কায় বাইসাইকেল আরোহী মাসুম বক্স নিহত হয়েছেন। মাসুম শহরতলীর নোয়াগাঁও গ্রামের আসকর বক্সের ছেলে। টেকনাফ : টেকনাফ-কক্সবাজার সড়কে পর্যটকবাহী বাসরচাপায় সাইকেল আরোহী বাকপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল্লাহ। তিনি টেকনাফের হ্নীলা মরিচ্যাঘোনার ছৈয়দ আহমদের ছেলে।

সর্বশেষ খবর