শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শ্রীমঙ্গলে রেলের আসন সংকটে দুর্ভোগ

শ্রীমঙ্গল প্রতিনিধি

পূর্বাঞ্চল রেলওয়ের সিলেট-চট্টগ্রাম রেল সড়কের শ্রীমঙ্গল রেল স্টেশনে উদয়ন ও পাহাড়ীকা ট্রেনের আসন সংকট চরম আকার ধারণ করেছে। এতে দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামগামী যাত্রীরা। এ ব্যাপারে স্থানীয় রেল কর্তৃপক্ষ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোন ফল পায়নি বলে জানা গেছে। যাত্রী ও রেলওয়ে সূত্রে জানা যায়, বর্তমানে এ স্টেশন থেকে চট্টগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য শোভন শ্রেনীর ‘ঞ’ কোচে মাত্র দুটি আসন রয়েছে। অথচ পর্যটন শহর শ্রীমঙ্গল থেকে প্রতিদিনই  প্রায় শতাধিক যাত্রী স্টান্ডিং টিকিট নিয়ে এ ট্রেনে করে গন্তব্যে যাচ্ছেন। গত দেড় বছর ধরে এ স্টেশন থেকে উদয়ন ট্রেনের সবকটি বগি কেটে নেওয়ায় এই সংকট দেখা দিয়েছে। সর্বশেষ গত ১৪ জানুয়ারি উদয়ন ট্রেনের চল্লিশ আসনবিশিষ্ট ‘ছ’ কোচটি কেটে নেওয়া হয়েছে। তাছাড়া চট্টগ্রামগামী অপর ট্রেন পাহাড়ীকা এক্সপ্রেসের যাত্রীদের জন্যও  শ্রীমঙ্গল স্টেশনে মাত্র আটটি আসন রয়েছে। এর মধ্যে দুটি আসন নাঙ্গলকোটের। ৪৫ আসনের পাহাড়ীকার ‘ঞ’ কোচটি কেটে নেওয়া হয় গত বছরের ২৬ জুন। এদিকে শ্রীমঙ্গলে চাহিদা অনুযায়ী আসন না থাকায় যাত্রীদের পার্শ্ববর্তী সিলেট, কুলাউড়া, শমসেরনগর ও শায়েস্তাগঞ্জ স্টেশন থেকে অধিক মূল্যে টিকিট এনে যাতায়াত করতে হচ্ছে। শ্রীমঙ্গল স্টেশনের টিকিট বুকিং সহকারী আফিজুল হক বলেন, বিভিন্ন সময়ে মেরামতের ও যান্ত্রিক ক্রটির  কথা বলে ওই দুটি ট্রেনের বগি কেটে নেওয়া হয়েছে। স্টেশন মাস্টার (ভারপ্রাপ্ত) সাখাওয়াত হোসেন বলেন, বগি বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে একাধিকবার আবেদন করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সরদার সাহাদাত আলী বলেন, শ্রীমঙ্গলে উদয়ন ও পাহাড়ীকা ট্রেনের আসন সংকটের বিষয়টি তার জানা নেই।

সর্বশেষ খবর