শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কোনো যুদ্ধাপরাধী রেহাই পাবে না

------------ মির্জা আজম

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বঙ্গবন্ধুর হত্যার বিচার শুরু হয়েছে। ইতিপূর্বে যুদ্ধাপরাধীদের বিচারও শুরু হয়েছে। অনেকের ফাঁসি কার্যকর হয়েছে। কোনো যুদ্ধাপরাধী রেহাই পাবে না। গতকাল মাদারগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার ১৪ হাজার মেগাওয়াড বিদ্যুৎ উত্পন্ন করতে সক্ষম হয়েছেন। ২০২১ সালে ২৫ হাজার মেগাওয়াড বিদ্যুৎ উত্পন্ন হবে। বয়স্ক, বিধবা ও মুক্তিযোদ্ধা ভাতা চালু করেছেন। নির্বাচনী ইশতেহারের প্রতিটি কর্মসূচি তিনি প্রর্যায়ক্রমে কার্যকর করবেন।  ন্যাশনাল সার্ভিসের প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মির্জা আজম বলেন, নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রতিটি ঘরে ঘরে বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে এক হাজার ৮৭০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। দুই বছর প্রশিক্ষণ শেষে তারা কর্মসংস্থান ব্যাংক থেকে কোনো প্রকার বন্ধকি ছাড়া দুই লাখ টাকা ঋণ নিয়ে স্বাবলম্বী হতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব রঞ্জিৎ কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, জেলা যুবলীগ সভাপতি আবদুল আল-আমিন চাঁন, ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, নাজমা পারভীন মুন্নী, পৌর মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপ-পরিচালক ফারজানা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ শাহিনুর খান প্রমুখ।

সর্বশেষ খবর