মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত

প্রতিদিন ডেস্ক

বগুড়ায় দুই বাসের সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় মারা গেছেন ট্রাকের দুই শ্রমিক। এছাড়া সড়ক দুর্ঘটনায় নাটোর, চুয়াডাঙ্গায় দুজন নিহত ও দিনাজপুরে আহত হয়েছেন ২৫ জন। বগুড়ার শেরপুরে দুটি যাত্রিবাহী বাসের সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার দুপুরের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। নিহতদের মধ্যে হানিফ এনটারপ্রাইজ বাসের চালক ঢাকার সাভার আমিন বাজারের নবী হোসেনের (৪২) পরিচয় পাওয়া গেছে। নারী (৩৫) ও শিশুর (৫) নাম-ঠিকানা জানা যায়নি। তারা মা-ছেলে হতে পারেন বলে ধারণা পুলিশের। সিরাজগঞ্জ : কামারখন্দে রবিবার বিকালে ‘অরক্ষিত’ রেল ক্রসিং অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় বালুভর্তি ট্রাক খাদে পড়ে আহত সাতজনের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতে ঢাকা মেডিকেল ও বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেলে মারা যায় তারা। নিহতরা হলেন— কামারখন্দ থানার জোয়াল ভাঙ্গার ফজল আলীর ছেলে আব্দুল হাকিম ও সদর উপজেলার বহুতী গ্রামের ফরজ আলীর ছেলে আব্দুল জলিল। নাটোর : লালপুরে লরির ধাক্কায় রহমত আলী নামে এক পুলিশ সদস্য নিহত ও খায়রুল ইসলাম নামে অপর এক কনস্টেবল আহত হয়েছেন। উপজেলার কদিম চিলান এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা : দামুড়হুদা উপজেলার রামনগরে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা মোহাম্মদ হাসান মারা গেছেন। ঢাকা মেডিকেলে গতকাল তার মৃত্যু হয়। দিনাজপুর : বীরগঞ্জের চাকাই যদুর মোড়ে গতকাল যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দিনাজপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর