মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

লুট হওয়া দুই হাজার ব্যালট পেপার উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে প্রথম দফা ইউপি নির্বাচনে লুট হওয়া প্রায় দুই হাজার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের বড়ভাগ গ্রামে রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় গতকাল এগুলো পাওয়া যায়। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ ব্যালট পেপারগুলো থানায় নিয়ে আসে। সদর মডেল থানার ওসি মীর মোশারফ হোসেন জানান, উদ্ধার ব্যালট পেপারগুলো স্থানীয় বড়ভাগ এইউ সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের।

২২ মার্চ নির্বাচনে ভোট গ্রহণের পর সন্ধ্যায় গণনার সময় কয়েকজন মেম্বার প্রার্থীর নেতৃত্বে তাদের সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে দুই হাজার ৫২টি সিল মারা ব্যালট পেপার ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই কেন্দ্রের মেম্বার প্রার্থীদের ফল স্থগিত করা হয়। ব্যালট পেপার লুটের ঘটনায় লতিবাবাদ ইউনিয়নের দুই ওয়ার্ডের মেম্বার প্রার্থী আমিনুল হক, নজরুল ইসলাম ও তারা মিয়াসহ ২৫ জনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করা হয়েছে।

সর্বশেষ খবর