মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
শ্রমিক লীগ নেতার ওপর হামলার জের

পৌর কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভাঙচুর

খাগড়াছড়ি প্রতিনিধি

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার সমর্থক শ্রমিক লীগের আহ্বায়ক জানু সিকদারের ওপর হামলার জেরে রবিবার রাতে তার সমর্থকরা শহরে প্রতিবাদ মিছিল করে। মিছিলকারীরা পৌরসভা কার্যালয়, ঠিকাদার রিফ বাবুর কার্যালয় ভাঙচুর ও কয়েকজনকে মারধর করেন। আতঙ্ক ছড়িয়ে পড়ে শহরজুড়ে। রবিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অদূরে দুর্বৃত্তের অস্ত্রের আঘাতে জখম হন জানু। পৌরসভা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে মেয়র রফিকুল আলম রাতেই সাংবাদিকদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, শ্রমিকলীগ নেতা জানু সিকদারের ওপর হামলার প্রতিবাদে বের হওয়া মিছিল থেকে অতর্কিত পৌরসভা ভবনে ভাঙচুর ও স্টাফদের উপর হামলা করা হয়।

তিনি ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানান। এদিকে জানু সিকদার ও আওয়ামী লীগের নেতা-কর্মীর ওপর হামলার প্রতিবাদে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা সমর্থকরা গতকাল সংবাদ সম্মেলন করেছেন। বক্তারা অভিযোগ করেন— পৌর মেয়র রফিকুল আলমের অনুসারীরা তাদের নেতা-কর্মীর ওপর হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করছেন। উল্লেখ্য, পৌর নির্বাচনের পর থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ বিভক্ত হয়ে সভাপতি কুজেন্দ  লাল ত্রিপুরা ও সম্পাদক জাহেদুল আলমের সমর্থকরা পৃথক কর্মসূচি পালন করছেন। দলীয় কার্যালয়টি দীর্ঘদিন ধরে পুলিশের নিয়ন্ত্রণে।

সর্বশেষ খবর