মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

উদ্বোধনের অপেক্ষায় টঙ্গী ২৫০ শয্যার হাসপাতাল

আহসান উল্লাহর নামে নামকরণের দাবি

টঙ্গী প্রতিনিধি

উদ্বোধনের অপেক্ষায় টঙ্গী ২৫০ শয্যার হাসপাতাল

টঙ্গী ২৫০ শয্যা সরকারি হাসপাতাল —বাংলাদেশ প্রতিদিন

উদ্বোধনের অপেক্ষায় টঙ্গী ২৫০ শয্যা সরকারি হাসপাতাল। আটতলা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। চলতি বছরের যে কোনো সময় উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই হাসপাতাল চালু হলে বদলে যাবে টঙ্গীর চিকিৎস সেবার মান। হাসপাতালটি শহীদ আহসান উল্লাহ মাস্টারের নামে নামকরণের দাবি জানিয়েছেন টঙ্গী ও গাজীপুরবাসী।

মাছিমপুর এলাকায় টঙ্গীর ৫০ শয্যার হাসপাতাল ঘেঁষে নতুন করে নির্মিত হয়েছে আটতলা ভবনের ২৫০ শয্যা হাসপাতাল। এখানে চিকিৎসসেবায় থাকছে ২৭টি বিভাগ। ২৪ ঘণ্টা জরুরি বিভাগের জন্য প্রস্তুত থাকবে বিশেষজ্ঞ টিম। স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম জানান— টঙ্গীর ৫০ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার পেছনে এমপি জাহিদ আহসান রাসেলের অবদান অনেক। স্থানীয় এমপি জাহিদ আহসান রাসেল বলেন, টঙ্গী ও গাজীপুরের চিকিৎসসেবার মান পাল্টে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করে দিয়েছেন। এটি চালু হলে আর ঢাকা মেডিকেলে যেতে হবে না।

সর্বশেষ খবর