শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া পাহাড়ে ভোট অনিশ্চিত

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্যাঞ্চল থেকে সন্ত্রাসীদের অবৈধ অস্ত্র উদ্ধার ছাড়া নির্বাচন অনিশ্চিত বলে জানিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের নেতারা। সংগঠনের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে গতকাল নেতারা এ কথা বলেন। এ সময় রাঙামাটি মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও পার্বত্য জেলা সংরক্ষিত আসনের এমপি ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামী লীগে সহসভাপতি চিংকিউ রোয়াজা, সাধারণ সম্পাদক মো. মুছা প্রমুখ উপস্থিত ছিলেন। নেতাদের ভাষ্য, নির্বাচনের জন্য পাহাড়ের সুস্থ পরিবেশ প্রয়োজন। যতদিন এখানকার সন্ত্রাসীদের অস্ত্রবাজি বন্ধ হবে না, ততদিন মানুষ নিরাপত্তায় থাকতে পারবে না। সম্প্রতিক সময় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে অপহরণ, চাঁদাবাজি, গুম বেড়ে গেছে। তাছাড়া যেসব প্রার্থী নির্বাচনে অংশ নেবেন তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো। তাই নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে পাহাড়ে চিরুনি অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। আওয়ামী লীগ নেতারা আরও বলেন, পাহাড়ে যারা অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তাদের ছাড় দেওয়া হবে না। এ অঞ্চলের সুস্থ পরিবেশ ফিরে না আসলে নির্বাচনে অংশ নেবে না কোনো রাজনৈতিক দল।

সর্বশেষ খবর