শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কালবৈশাখীতে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ২৫

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের ছয় উপজেলায় বুধবার রাতে ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে বহু ঘরবাড়ি, শিক্ষপ্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। ব্যাপক ক্ষতি হয়েছে উঠতি ফসলের। ঝড়ের সময় আহত হয়েছেন ২৫ জন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ঝিনাইদহ সদর, হরিণাকুণ্ডু ও শৈলকুপা উপজেলার। এসব এলাকায় কয়েক হাজার পান বরজ দুমড়ে-মুচড়ে মাটির সঙ্গে মিশে গেছে। ঝিনাইদহ কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ঝড়ে ধান, কলা, ভুট্রা ও আমবাগানের মারাত্ম ক্ষতি হয়েছে। শত শত কাচা ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের পর থেকে বিদ্যুত্হীন অবস্থায় আছে অনেক এলাকা। ঝিনাইদহ কৃষি অধিদপ্তরের উপপরিচালক আকরামুল হক জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে। তবে এর পরিমাণ কয়েক কোটি হবে বলে তার ধারণা।

সর্বশেষ খবর