শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এক পলক

পৌর মেয়রকে সংবর্ধনা

কুমিল্লার নাঙ্গলকোট হেসাখাল বাজার কলেজের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল মালেককে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল কলেজের নঈম নিজাম অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজ অধ্যক্ষ আবদুল মতিন ভিপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু। সংবর্ধিত মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুপ ভূঁইয়া, হেসাখল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার আবদুল খালেক ছিলেন বিশেষ অতিথি। বক্তব্য দেন— স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা, কলেজ পরিচালনা পর্ষদ সদস্য একরামুল হক, অধ্যাপক নুরুল আমিন বাবুল, সহকারী অধ্যাপক বেলায়েত হোসেন, একেএম শাহাদাত হোসেন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রেজ্জাক সুমন, পরীক্ষার্থী জাহেদা বেগম প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রলীগ সধারণ সম্পাদক ওমর ফারুক মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মাস্টার আবদুল বাতেন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইকবাল বাহার মজুমদার, হেসাখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, আওয়ামী লীগ নেতা জালাল আহম্মদ, যুবলীগ নেতা জামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

—লাকসাম প্রতিনিধি

শহীদ মাসুদের স্মৃতি রক্ষার দাবি

১৯৭১ সালের ১ এপ্রিল বগুড়ায় হানাদার বাহিনীর ঘাঁটি মাঝিড়া সেনাক্যাম্প ঘেরাও করে পাক সেনাদের আত্মসমর্পণ করাতে গিয়ে শহীদ হন তৎকালীন সরকারি আজিজুল হক কলেজের ছাত্র মাসুুদ আহম্মেদ মাসুদ। তার আত্মদানের ৪৬তম বার্ষিকীতে বগুড়ার শাজাহানপুরে আড়িয়া বাজারের মাসুদনগর এলাকাকে পুনরায় মাসুদনগর করা এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণে দাবিতে বুধবার মানববন্ধন করা হয়েছে। বগুড়া মুক্তিযোদ্ধা সংসদ ও শহীদের পরিবারের উদ্যোগে এই আয়োজনে সংহতি জানিয়ে বক্তব্য দেন, বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু প্রমুখ। জানা যায়, মাসুদের স্মৃতি জাগরূক রাখতে স্বাধীনতা-উত্তর সময়ে আড়িয়া বাজারের নাম মাসুদনগর করা হয়। সেখানে স্থাপন করা হয়েছিল স্মৃতিস্তম্ভ। পরবর্তীতে সেই নামকরণ যেমন হারিয়ে গেছে, তেমনি স্মৃতিস্তম্ভটিও নিশ্চিহ্নপ্রায়।

—নিজস্ব প্রতিবেদক, বগুড়া

স্কুলছাত্রী ধর্ষণের শিকার

মাদারীপুরের কালকিনি উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করলে পুলিশ বুধবার রাতে অভিযুক্ত একই গ্রামের আনছু চৌকিদারের ছেলে করম আলীকে গ্রেফতার করে। কালকিনি থানার ওসি ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

—মাদারীপুর প্রতিনিধি

গ্রামীণ ব্যাংকের নারী কর্মীর টাকা ছিনতাই

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙায় গ্রামীণ ব্যাংকের নারী মাঠকর্মী নাসিমা আক্তারকে পিস্তল ঠেকিয়ে ৭৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গতকাল দুপরে উপজেলার কামালপুর গ্রামে। তিনি পাটুয়াভাঙা শাখার  মাঠকর্মী।

—কিশোরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর