রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান

রূপগঞ্জ প্রতিনিধি

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান

রূপগঞ্জের কায়েতপাড়া ইউপি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত আলহাজ রফিকুল ইসলাম রফিকসহ অন্যরা —বাংলাদেশ প্রতিদিন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রফিকুল ইসলাম রফিক নির্বাচিত হয়েছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম ও উপজেলা রিটার্নিং অফিসার ওমর ফারুক বৃহস্পতিবার বিকালে এ ঘোষণা দেন। এর আগে, বাছাইপর্বে মনোনয়নপত্রে ত্রুটি থাকায় কায়েতপাড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী অ্যাড. গোলজার হোসেন ও ইসলামী ঐক্যজোটের হাবিবুর রহমানের মনোনয়ন বাতিল বলে গণ্য হয়। ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী হাসনা হেনা মরিয়ম প্রত্যাহার করে নেন তার মনোনয়নপত্র। এছাড়া কায়েতপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডে মোয়াজ্জেম হোসেন, ৯ নম্বর ওয়ার্ডে বজলুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনে বিউটি আক্তার, গোলাকান্দাইল ইউপির ২ নম্বর ওয়ার্ডে বাচ্চু মিয়া ও ৫ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে কায়েতপাড়া ই্উনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক), তারাবো পৌর মেয়র হাছিনা গাজীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সবার সহযোগিতা নিয়ে আমি কায়েতপাড়াকে মাদকমুক্ত আদর্শ মডেল ইউনিয়ন গড়ে তুলবো। সেইসঙ্গে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাবো নিরলসভাবে।’ উল্লেখ্য, ২৩ এপ্রিল উপজেলার ভুলতা, কায়েতপাড়া, মুড়াপাড়া, ভোলাব ও গোলাকান্দাইল ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর