রবিবার, ১০ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
দুই শ্রমিক হত্যার জের

উত্তরের ১৬ জেলায় তেল সার সরবরাহ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুর ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিককে হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতারের দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল ও সার সরবরাহ বন্ধ করে দিয়েছেন ট্যাংকলরি শ্রমিকরা। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরে গতকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে সরবারহ বন্ধ করে দেওয়া হয়। তেল সরবরাহ বন্ধ থাকলে উত্তরাঞ্চলে জ্বালানি সংকট দেখা দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের বাঘাবাড়ি ঘাট শাখার সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ জানান, গত ২১ মার্চ ট্যাংকলরি চালক কুরাইশ ও হেলপার রমজান আলীকে রংপুরে নৃশংসভাবে খুন করা হয়। ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি। খুনিদের গ্রেফতার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলেও তিনি জানান। শাহজাদপুর থানার ওসি রেজাউল হক বলেন, বিষয়টি নিয়ে রংপুর কোতোয়ালি থানার কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। শ্রমিক খুনের আসামিদের গ্রেফতারে তত্পর রয়েছে পুলিশ।  শাহজাদপুরের ইউএনও শামিম আহম্মেদ জানান, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা চলছে।

সর্বশেষ খবর