মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বিকাশকর্মীর ৩০ লাখ টাকা লুট

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দা বিকাশের এজেন্টের ডিএসও (মাঠকর্মী) আব্দুল হান্নানকে মারধর করে সাড়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল দুপুরে থানায় মামলা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করে এজেন্ট মালিক জহুরুল ইসলাম মামলাটি করেন। কলমাকান্দা ও দুর্গাপুর বিকাশ এজেন্ট মালিক জহুরুল ইসলাম জানান, রবিবার বেলা সাড়ে ৩টার দিকে নেত্রকোনা ব্র্যাক ব্যাংক থেকে কলমাকান্দা বিকাশ এজেন্টের এক কোটি চার লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন আলমগীর ও আব্দুল হান্নান নামে দুই মাঠকর্মী। পরে তার কিছু টাকা পুবালি ব্যাংকে জমা দেন। জমা শেষে ৩৬ লাখ টাকা নিয়ে আলমগীর রওয়ানা দেন ঠাকুরাকোনা সড়কে। আর ৩০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে সিধলী সড়ক দিয়ে যাচ্ছিলেন হান্নান। পথে কামারগাতী ও নিশ্চিন্তপুরের মাঝামাঝি কে বা কারা হান্নানকে আহত করে টাকা ছিনতাই করে। এ খবর কলমাকান্দা এজেন্ট গদিঘরের ফোন নাম্বারে কল দিয়ে কামাল নামে এক ব্যক্তি জানান। হান্নানকে প্রথমে নেত্রকোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ডাক্তার রেফার্ড করেন ময়মনসিংহে। নেত্রকোনা মডেল থানার ওসি-তদন্ত শাহনুর এ আলম বলেন, বিকাশের টাকা ছিনতাই ঘটনায় সোমবার এজেন্ট মালিক জহুরুল ইসলাম মামলা করেন।

সর্বশেষ খবর