মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ অব্যাহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে গতকালও বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। গত শনিবার থেকে ছাত্রছাত্রীরা দফায় দফায় এ কর্মসূচি পালন করছেন। ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বেশকিছু অভিযোগ এনে তারা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের খণ্ডকালীন শিক্ষক মোস্তাক মাহমুদকে চোর সাজিয়ে শুক্রবার মামলা করা ও রাতে তাকে পুলিশ দিয়ে গ্রেফতার করানোকে কেন্দ্র করে আন্দোলনের সূত্রপাত। অভিভাবক ও শিক্ষার্থীরা জানান, ২০১২ সালে এ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন নাছির উদ্দিন। এরপর থেকে শুরু হয় তার অনিয়ম-দুর্নীতি। এ বিষয়ে প্রধান শিক্ষক নাছির উদ্দিন বলেন, একটি মহল পরিকল্পনা করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দিয়ে আন্দোলন করাচ্ছে। তিনি নির্দোষ। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সিরাজদিখানের ইউএনও রওনক আফরোজা সোমা জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর