মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

৮০ হাজার টাকার প্রকল্পে লাখ টাকার অডিট আপত্তি

চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল!

কুমিল্লা প্রতিনিধি

ভুয়া অডিট আপত্তির ভিত্তিতে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সরষপুর ইউনিয়নের এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার গোলাম সরওয়ার মজুমদারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ ঘটনায় গোলাম সরওয়ারের সমর্থিত নেতা-কর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

গোলাম সরওয়ার মজুমদার জানান, মনোহরগঞ্জ উপজেলা সরষপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তিনি। তিনি ফের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র দাখিল করেন। এদিকে ২০১৩-১৪ অর্থবছরের অডিটে সরষপুর ইউনিয়ন পরিষদের এলজিএসফির তিনটি প্রকল্পের ২ লাখ ২২ হাজার টাকা অডিট আপত্তি দেয়। এর মধ্যে ৮০ হাজার টাকা বরাদ্দকৃত প্রকল্পে ১ লাখ টাকার আপত্তিও রয়েছে। এরপরও নির্বাচনের আগে তিনি অডিট আপত্তির সব টাকা জমা দেন। এদিকে গোলাম সরওয়ার মজুমদার যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সে জন্য তার বিরুদ্ধে স্থানীয় সরকার উপ-পরিচালক কুমিল্লা প্রায় সাড়ে ৫ লাখ টাকা ভুয়া অডিট আপত্তির অভিযোগ রিটার্নিং অফিসারের কাছে পাঠান। যার ভিত্তিতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। কুমিল্লার স্থানীয়  সরকার উপ-পরিচালক এ কে এম মামুনুর রশিদ বিদেশে প্রশিক্ষণরত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ খবর