মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কারাগারে গ্যাস সংকট, লাকড়িতে রান্না

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কাশিমপুরের চারটি কারাগারে চলছে গ্যাস সংকট। লাকড়ি দিয়ে তিন বেলার রান্না করতে হচ্ছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর সুপার সুব্রত কুমার বালা জানান, চুলায় গ্যাসের চাপ নেই বললেই চলে। প্রায় ১ হাজার ১০০-এর মতো বন্দীর তিন বেলার রান্না করতে হচ্ছে লাকড়ি দিয়ে। এতে কারা কর্তৃপক্ষকে অতিরিক্ত অর্থ ও ঝামেলা পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ে আবেদন করেও গ্যাস সংকটের সমাধান হয়নি। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মিজানুর রহমান বলেন, গ্যাস সংকটের কারণে তার কারাগারে দেড় সহস্রাধিক বন্দীর রান্না করতে হচ্ছে লাকড়ি দিয়ে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের ভারপ্রাপ্ত সুপার সুব্রত কুমার বালা বলেন, এ কারাকক্ষে তিনশর উপরে নারী বন্দী রয়েছেন। তাদের রান্নায় একই সমস্যা হচ্ছে। একই সমস্যার কথা বললেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেলার নাশির আহমেদ। তার কারাগারের দুই সহস্রাধিক বন্দীর রান্না করতে হচ্ছে লাকড়ি দিয়ে। তবে তার দাবি এজন্য খরচ বাড়লেও বন্দীদের খাবার তারা ঠিক সময়েই দিচ্ছেন।

সর্বশেষ খবর