বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মেঘনার ভাঙন প্রতিরোধে ১০ কি.মি. মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

মেঘনার ভাঙন প্রতিরোধে ১০ কি.মি. মানববন্ধন

মেঘনা নদীর ভাঙন প্রতিরোধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে লক্ষ্মীপুরের কমলনগরে ১০ কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের তোরাবগঞ্জ থেকে করুণানগর বাজার এলাকার ১০টি পয়েন্টে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন পালন করা হয়। কমলনগর নদীভাঙন প্রতিরোধ কমিটির উদ্যোগে মানবন্ধনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, কমলনগরের মতিরহাট থেকে কালকিনি সাহেবের হাট, চর ফলকন ও পাটারির হাট এ চারটি ইউনিয়নের প্রায় ১০ কিলোমিটার এলাকা মেঘনায় বিলীন হচ্ছে। বাউফল : প্রতিনিধি জানান, পটুয়াখালী বাউফলে তেঁতুলিয়া নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের বাসিন্দারা ভাঙনের কবল থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন। ইউপির নবনির্বচিত চেয়ারম্যান এনামুল হক আলকাচের নেতৃত্বে গতকাল এ মানববন্ধন করা হয়। চেয়ারম্যান বলেন, ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ না নিলে চন্দ্রদ্বীপ অচিরেই তেঁতুলিয়ার করাল গ্রাসে নিশ্চিহ্ন হবে।

সর্বশেষ খবর