সোমবার, ২৫ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় পাঁচ জেলায় নিহত ৯

প্রতিদিন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম, লালমনিরহাট, খাগড়াছড়ি, কুমিল্লা ও নড়াইলে নয়জন নিহত হয়েছেন। শনিবার রাত ও গতকাল এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— চট্টগ্রাম : ডবলমুরিং থানা এলাকায় গতকাল প্রাতভ্রমণে বের হয়ে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন গৃহবধূ রোকসানা। এদিকে কোতোয়ালি থানায় শনিবার গভীর রাতে পিকআপ ভ্যান ফুটপাতে ঘুমন্ত দুই শিশুকে চাপা দেয়। এতে অজ্ঞাত এক শিশু নিহত ও আরেকজন আহত হয়। 

লালমনিরহাট : পাটগ্রাম ও কালিগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় গতকাল রাজিয়া নামে এক গৃহবধূ ও তিন বছরের শিশু মৃদুল নিহত হয়েছে। রাজিয়া পাটগ্রাম ধরলাপাড়ার হারুনের স্ত্রী আর মৃদুল কালিগঞ্জের ভেটেশ্বর এলাকার ফয়েজ আলীর ছেলে। খাগড়াছড়ি : মাটিরাঙা পৌরসভার বাইল্যাছড়িতে গতকাল ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তারা হলেন— গুইমারা উপজেলার পুনকি চন্দ্র কার্বারী পাড়ার বৃদ্ধাপূর্ণ ত্রিপুরার ছেলে সুখেন্দ  ও অলেন্দ্র  ত্রিপুরার ছেলে জয়ন্ত।

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে বাস-প্রাইভেট কার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন— কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নলচর গ্রামের আবদুল লতিফের ছেলে সাইফুল ও গাজীপাড়ার মো. আলীর ছেলে মোয়াজ্জেম। নড়াইল : বাসের ধাক্কায় বাস কাউন্টারের সময় নিয়ন্ত্রক হিট্টু খান নিহত হয়েছেন। নড়াইল-কালনা সড়কের মালিবাগ মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। হিট্টু লোহাগড়া উপজেলার গিলাতলার আমজাদ হোসেনের ছেলে।

সর্বশেষ খবর