বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

১৪ ইউপিতে আওয়ামী লীগের সমস্যা ৯ বিদ্রোহী প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

১৪ ইউপিতে আওয়ামী লীগের সমস্যা ৯ বিদ্রোহী প্রার্থী

রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন ৯ বিদ্রোহী প্রার্থী। ইতিমধ্যে তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কারণেই উপজেলা নির্বাচনে দুটি উপজেলাতেই বিএনপির প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তৃণমূল নেতা-কর্মীরা বলছেন বিদ্রোহীদের দমাতে না পারলে দলের ভরাডুবি হওয়ার আশঙ্কা রয়েছে। চতুর্থ ধাপে কাউনিয়ার ৬ এবং পীরগাছার ৮ ইউনিয়নে  নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ মে। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বিদ্রোহী প্রার্থীরা ভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারবে না। ইতিমধ্যে কাউনিয়ায় তিনজনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পীরগাছায় ছয়জনকে শিগগিরই দল থেকে অব্যাহতি দেওয়া হবে। এদিকে কাউনিয়ায় বিএনপি ও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী নেই। তবে পীরগাছায় দুটি ইউনিয়নে বিএনপির ও একটিতে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি আফছার আলী ও উপজেলা জাপার সভাপতি শাহ মাহবুবার রহমান বলেন বিদ্রোহী প্রার্থীদের দল থেকে বহিষ্কার করা হবে।

সর্বশেষ খবর