বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কুমিল্লা মডার্ন স্কুল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মডার্ন হাইস্কুল নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে। মঙ্গলবার স্কুল মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করা হয়। লিখিত বক্তব্যে সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) শহীদুল ইসলাম বলেন, স্কুলটিতে এমপিও ও নন-এমপিওভুক্ত ১২০ শিক্ষক-কর্মচারী রয়েছেন। এসব শিক্ষক-কর্মচারীকে প্রতি মাসে সরকারি বেতন ভাতার অংশের সমপরিমাণ প্রায় ২০ লাখ টাকা বিদ্যালয়ের তহবিল থেকে দেওয়া হয়। শহীদুল ইসলামের অভিযোগ, বিভিন্ন অনিয়ম-দুর্নীতির দায়ে চাকরিচ্যুত সাবেক প্রধান শিক্ষক কোহিনুর বেগম ও কয়েকজন শিক্ষকসহ একটি মহল স্কুলটি নিয়ে ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। নানা অপপ্রচার চালিয়ে স্কুলের ভাবমূর্তি ক্ষুণ্ম করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর