বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

শিক্ষক প্রশিক্ষণের টাকা ভাগাভাগি

ঝিনাইদহ প্রতিনিধি

হরিনাকুণ্ডু উপজেলা শিক্ষা কর্মকর্তা মনোয়ার হোসেন রঞ্জুর বিরুদ্ধে শিক্ষকদের প্রশিক্ষণের টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা বিষয়টি শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৩) আওতায় ২০১৫-১৬ অর্থবছরের হরিণাকুণ্ডু  ইউআরসিতে ২১ দিনব্যাপী প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ নেওয়ার চিঠি আসে মন্ত্রণালয় থেকে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে প্রধান শিক্ষকদের সঙ্গে তার পছন্দের সহকারী শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করান। গতকাল প্রশিক্ষণের শেষপর্বে শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ৪০০ টাকা করে কেটে নেওয়া হয়েছে। এই টাকা ভাগাভাগির সঙ্গে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা কানজিলাল বিশ্বাস ও শাহানাজ খাতুন জড়িত বলেও উল্লেখ করা হয় অভিযোগে। অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা জানান, তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন। শিক্ষকরা সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর