বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

‘বাধাগ্রস্ত হচ্ছে ঠেগামুখ স্থলবন্দর স্থাপন’

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে নামধারী সন্ত্রাসীদের কারণে রাঙামাটির সীমান্তে ‘ঠেগামুখ স্থলবন্দর’ স্থাপন বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, ঠেগামুখ বন্দরটি চালু হলে উপজেলায় উন্নয়নের ছোঁয়া লাগবে। এতে পাহাড়ে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনি যারা বিরোধিতা করছেন তারাও উন্নয়নের অংশীদার হবেন। বরকল উপজেলার বড় কুড়াদিয়া প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বন্দরটি স্থাপনের বাধা সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সরকারকে সহযোগিতা করারও আহবান জানান। কুড়াদিয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বিএম জাফর ইকবালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, মুছা মাতব্বর, সন্তোষ কুমার চাকমা, সবির কুমার চাকমা, নূর মোহাম্মদ কাজল প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর