বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

এক পলক

প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন

নোয়াখালী প্রেসক্লাবের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী গতকাল নোয়াখালী পৌরসভার অর্থায়নে আট লাখ টাকা ব্যয়ে ক্লাবের সীমানা প্রাচীর ও প্রধান ফটকের উদ্বোধন করেন। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ ও নোয়াখালী পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া বিশেষ অতিথি ছিলেন। অংশ নেন জামাল হোসেন বিষাদ, আবু নাছের মঞ্জু, বখতিয়ার শিকদার, আকবর হোসেন সোহাগ প্রমুখ। —নোয়াখালী প্রতিনিধি

টঙ্গী বিসিক কার্যালয়ে ফাটল

গাজীপুরের টঙ্গী বিসিক কার্যালয় দ্বিতল ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিনের পুরনো এই ভবনটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় ধসে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ওই কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা ঝুঁকিতে কাজ করছে। গাজীপুর বিসিক উপ-ব্যবস্থাপক আবুল বাশার ভবন ফাটলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে বিসিক চেয়ারম্যান বরাবর আবেদন দেওয়া হয়েছে। নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া চলছে।

—টঙ্গী প্রতিনিধি

ফলাফল কারচুপির অভিযোগ

নীলফামারী সদরের রামনগর ইউনিয়ন পরিষদে তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার দাবি জানালেন ইউনিয়নের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. ওবায়দুল ইসলাম। গতকাল দুপুরে ইউনিয়নের বাহালীপাড়া চৌধুরী বাজার দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানান তিনি। একই দাবিতে সকালে তিনি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করেন।

—নীলফামারী প্রতিনিধি

মামলা প্রত্যাহার দাবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউপি নির্বাচন নিয়ে গোলযোগকে কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের আহ্বয়ক ও যুগ্ম আহ্বায়ককে আসামি করে পৃথক মামলা দায়েরের নিন্দা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। গতকাল তিনি মামলা দুটিকে উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন। জেলা আওয়ামী লীগ সভাপতি জানান, একটি মহলের প্ররোচণায় পুলিশ ‘মিথ্যা’ মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করছেন। এতে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখার লক্ষ্যে এ জাতীয় ‘অপচেষ্টা’ থেকে সংশ্লিষ্টদের বিরত থাকা উচিত্।’ —সুনামগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি না করার শপথ

দুর্নীতি না করার শপথ ও দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার শপথ নিয়েছে রাজবাড়ী সদর উপজেলার আটদাপুনিয়া উচ্চ বিদ্যালয়ের আট শতাধিক শিক্ষার্থী। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ী শাখার যৌথ উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা এ শপথ নেয়। শপথ বাক্য পাঠ করান বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাশ। সভাপতিত্ব করেন অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা। প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান। —রাজবাড়ী প্রতিনিধি

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর