বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মেঘনায় মনোনয়ন নিয়ে অসন্তোষ

দাউদকান্দি প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগ উঠেছে। এ নিয়ে আওয়ামী লীগ তৃণমূল নেতা-কর্মীদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। এসব ইউনিয়নে পঞ্চম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল রাজ্জাক বলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমানের নাম তৃণমূলসহ বিভিন্ন জরিপে প্রথম স্থানে থাকলেও তিনি মনোনয়ন পাননি। কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আলমগীর রহমান বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে যারা নৌকার পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করেছেন তারাই মনোনয়ন পেয়েছেন। বড়কান্দা ইউনিয়নে মনোননপ্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলম বলেন, প্রয়োজনে যখন যা দরকার করেছি। তারপরও মনোনয়ন পাইনি। দলীয় সমর্থন পেলেন শান্তি কমিটির আঞ্চলিক কমান্ডার জাহের আলীর ছেলে মাজহারুল হক। মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ছেলে শাহ আলমকে মনোনয়ন না দিয়ে স্বাধীনতাবিরোধী জাহের আলীর ছেলে মাজহারুল হককে মনোনয়ন দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোস্তফা কামাল। চালিয়াভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ূন কবির মনোনয়ন পাননি। উপজেলা যুবলীগের সদস্য কাইয়ূম বলেন, হুমায়ুন চেয়ারম্যান এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। অথচ তাকে মূল্যায়ন করা হয়নি। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল বাকী শামীম বলেন, তৃণমূল জরিপে আমার নাম সর্বপ্রথম ছিল। টাকার বিনিময়ে মনোনয়ন দেওয়া হলো বিএনপি নেতাকে। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মিলন বলেন, স্থানীয় আওয়ামী লীগে যাদের অস্তিত্ব নেই চন্দনপুরে এমন একজনকেই মনোনয়ন দেওয়া হয়েছে। মনোনয়নপ্রত্যাশী সিরাজুল ইসলাম বলেন, যে ব্যক্তির নাম ইউনিয়ন আওয়ামী লীগ থানা ও জেলা আওয়ামী লীগ কেন্দ্রের কাছে পাঠায়নি এমন এক ব্যক্তিকেই ভাওরখোলা ইউনিয়নে মনোনয়ন দেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে  যে নেতা-কর্মীরা কাজ করেননি এবং দলীয় কর্মকাণ্ডে দেখা যায়নি, এমন ব্যক্তিরা মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি ব্যথিত। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন শিকদার বলেন, তৃণমূল নেতা-কর্মীদের মতামত নিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে। তিনি মনোনয়ন বাণিজ্যের বিষয়টি অস্বীকার করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর