বুধবার, ২৭ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

যে কারণে প্রত্যাহার হচ্ছে না চিকিৎসক ধর্মঘট

মাদারীপুর সদর হাসপাতাল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসক ধর্মঘটের পঞ্চম দিন পার হয়েছে গতকাল। এ দিনও চিকিৎসকরা অনড় ছিলেন তাদের দাবির প্রতি। প্রশাসন থেকে অচলাবস্থা নিরসনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কেন অবস্থার উত্তরণ হচ্ছে না জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নার্স ও চিকিৎসক জানান, হাসপাতালের অধিকাংশ চিকিৎসক বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। হাসপাতালে সেবা বন্ধ থাকলে ক্লিনিকে রোগীর সংখ্যা বেশি হয়। এছাড়া লাঞ্ছিত হওয়া চিকিৎসক ডা. মাইনুল মাদারীপুরের এক শ্রমিক নেতার ছেলে। তাই প্রশাসনও উদ্যোগ নিচ্ছে না। প্রত্যাহার হচ্ছে না ধর্মঘট। এ ব্যাপারে মাদারীপুরের সিভিল সার্জন ডা. দিলীপ কুমারের সঙ্গে যোগাযোগ করতে তার অফিসে গিয়ে তাকে পাওয়া যায়নি। জানা যায় তিনি অফিসের কাজে ঢাকা গেছেন। পরে একাধিকবার মোবাইল কল করলেও তিনি রিভিস করেননি। মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা যায়, বহির্বিভাগ বন্ধ। সীমিত পরিসরে চলছে জরুরি সেবাদান। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা খুব কম। অধিকাংশ সিটই খালি পড়ে আছে। উল্লেখ্য, রোগীর স্বজন কর্তৃক ডাক্তার লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে শুক্রবার ভোর থেকে মাদারীপুর হাসপাতালের চিকিৎসকরা ধর্মঘট শুরু করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর