সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

‘নৌকা’ রক্ষায় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

টাঙ্গাইল প্রতিনিধি

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন খানকে তৃণমূল থেকে দলীয় প্রার্থী হিসেবে অনুমোদন দিলেও কেন্দ্র থেকে বিএনপি ঘরায়ানার ও রাজাকারের নাতী রেজাউল করিম মটুকে মনোনয়ন দেওয়ায় ঘাটাইলের দীঘলকান্দি ইউনিয়নবাসী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাবে গতকাল সংবাদ সম্মেলন করে স্বাধীনতাবিরোধী শক্তির হাত থেকে ‘নৌকা’ রক্ষার জন্য প্রধানমন্ত্রীর সৃষ্টি আকর্ষণ করেছেন ইকবাল হোসেন খান। লিখিত বক্তব্যে তিনি জানান, তাকে তৃণমূলের নেতা-কর্মীরা ইউপি চেয়ারম্যান হিসেবে প্রার্থী মনোনীত করেন। দলীয় প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকে ইকবাল নির্বাচনী কার্যক্রমও চালিয়ে যেতে থাকেন। গত  ৭ মে তৃণমুল উপজেলা ও জেলা কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত রেজাউল করিম মটুকে মনোনয়ন দেওয়া হয়। তাকে মনোনয়ন দেওয়ায় ইউনিয়নের ২০২ মুক্তিযোদ্ধার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইকবাল হোসেনের ভাষ্য, মটুর দাদা রাজাকার, পিচ কমিটির সদস্য মৃত রিয়াজ উদ্দিন মেম্বার দ্বারা অনেক মুক্তিযোদ্ধা নির্যাতনের শিকার হয়েছিলেন। তার বাবা দীঘলকান্দি ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি।

সর্বশেষ খবর