সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

ঝড়ে ঘরচাপায় ভাইবোনসহ তিনজনের প্রাণহানি

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গায় ঝড়ের সময় ঘরচাপা পড়ে ভাইবোন এবং কলিমন বাঁশগ্রামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১০ জন। নিহতরা হলেন— ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নাভেদ উদ্দিনের ছেলে আলহাজ উদ্দিন (৬) এবং মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী পিয়ারী খানম ও চাচুড়ি ইউনিয়নের কলিমন-বাঁশগ্রামের বিকাশ বিশ্বাস (৫০)। এছাড়া ঝড়ে ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি ও গাছপালা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে নড়াইলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে এ ঝড় বয়ে যায়। ফায়ার ব্রিগেড সূত্রে জানা যায়, গাছপালা ভেঙে যাওয়ায় নড়াইল-গোবরা-নওয়াপাড়া সড়কসহ বিভিন্ন গ্রামীণ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে প্রায় ২০ গ্রামে। ঝড়-বৃষ্টিতে ভিজে সহায়-সম্বলহীন মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন।

সর্বশেষ খবর