সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

এক পলক

জামায়াতের পৌর আমির গ্রেফতার

রাজশাহীর বাঘা পৌর জামায়াতের আমির অধ্যাপক সাইফুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে তাদের নিজ নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপর দুজন হলেন, উপজেলা জামায়াতের সুরা সদস্য আকরাম আলী এবং পৌর জামায়াতের সুরা সদস্য সাজেদুল ইসলাম। তাদের নাশকতার পরিকল্পনার অভিযোগে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

—নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ব্যবসায়ী হত্যার বিচার দাবি

গাজীপুরের কালীগঞ্জের রাথুরা গ্রামে ব্যবসায়ী আকবরকে হাতুড়ি দিয়ে পেটানোর পর গলা কেটে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সভা করেছেন গ্রামবাসী। দুই কন্যা সন্তানের জনক নিহত আকবর আলী একজন মৌসুমি ফলজ ব্যবসায়ী ছিলেন। বাবাকে হারিয়ে অবুঝ আড়াই বছরের মেয়ে লামিয়া পাগলপ্রায় হয়ে বাবা বাবা বলে চিৎকার করছে।

উল্লেখ্য, বুধবার রাতে নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের আকবর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

—গাজীপুর প্রতিনিধি

মুখে স্কচটেপ ও হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীর মর্যাদা দাবি করায় স্বামী ও সতীন মিলে জিয়াসমিন বেগম (২৭) নামে এক গৃহবধূকে মুখে স্কচটেপ ও হাত-পা বেঁধে রেখে নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ছাতিয়ান এলাকায় ঘটে এ ঘটনা। নির্যাতনের শিকার গৃহবধূ জিয়াসমিন বেগম রাজধানীর ডেমড়া থানার সারুলিয়া এলাকার রশিদ মোল্লার মেয়ে।

—রূপগঞ্জ প্রতিনিধি

ছুরিকাঘাতে ছাত্রী আহত

গাজীপুরে পারিবারিক দ্বন্দ্বের জেরে নার্সিং ইনস্টিটিউটের এক ছাত্রীকে তার স্বামী ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা আহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আহত ওই ছাত্রীর নাম ফাতেমা আক্তার (২০)। তিনি নরসিংদী জেলার মনোহরদী থানার দৌলতপুর গ্রামের আবদুল লতিফের মেয়ে।

—গাজীপুর প্রতিনিধি

খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল

খাগড়াছড়ি জেলায় আজ সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে পার্বত্য বাঙ্গালী সংগ্রাম পরিষদ। শনিবার সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম শান্ত স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে বলা হয় পানছড়িতে মোটরসাইকেল চালক অপহরণ, মানিকছড়িতে আল আমিনকে অপহরণ, ঢাকায় ‘পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আমন্ত্রণের ক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বৈষম্যমূলক আচরণসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ হরতালের ডাক দেওয়া হয়।

—খাগড়াছড়ি প্রতিনিধি

১০ হাজার টিফিন বক্স বিতরণ

নোয়াখালী সদর উপজেলার তৃণমূল পর্যায়ের ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০ হাজার টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ২টার দিকে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন।

—নোয়াখালী প্রতিনিধি

কুকুরের কামড়ে আক্রান্ত ৫০

হবিগঞ্জ পৌর শহরে পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫০ জন আক্রান্ত হয়েছেন। রবিবার সকালে শহরের উত্তর শ্যামলী, নোয়াবাদ, জালালবাদ, উমেদনগর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

—হবিগঞ্জ প্রতিনিধি

সরকারি জমি থেকে পার্ক উচ্ছেদ

নোয়াখালীর মাইজদীতে সরকারি জমিতে স্থাপিত অবৈধ পৌর ড্রিমপার্ক গুড়িয়ে দিয়েছে প্রশাসন। রবিবার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

—নোয়াখালী প্রতিনিধি

তিন বখাটের কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা আরেফা খাতুন উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে তিন বখাটেকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূর কুতুবুল আলম এ আদেশ দেন।

—লালমনিরহাট প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর