সোমবার, ৯ মে, ২০১৬ ০০:০০ টা

থানায় আটকে রেখে নির্যাতন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রিমান্ডে নেওয়া ছাড়া ২৪ ঘণ্টার বেশি কোনো আসামিকে থানা হেফাজতে রাখার আইন না থাকলেও নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় তিন ব্যক্তিকে আটকের পর তিন দিন থানায় আটকে রাখার অভিযোগ উঠেছে। আটকদের পরিবারের অভিযোগ, ওই তিনজনকে তিন দিন থানায় আটকে রেখে অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। জানা গেছে, গত ৬ মে সন্ধ্যায় ফতুল্লার রামারবাগ এলাকার জাহাঙ্গীর মিয়ার বাড়ি থেকে আমেনা বেগম (৩৫), তার ছেলে সাগর (২০), ভাই আবদুস সাত্তার (৪৫), বোনের ছেলে সোহেল (২৫) ও শুভকে আটক করে ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান। পরদিন ৭ মে দুপুরে আমেনা বেগম ও তার বোনের ছেলে শুভকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে বাকি তিনজন সাগর, আবদুস সাত্তার ও সোহেলকে থানাতেই আটকে রাখা হয়। ফতুল্লা থানার এসআই মিজানুর রহমান জানান, তাদের আটক করা হয়েছে চাঞ্চল্যকর একটি মামলায়। আমরা কাল (সোমবার) তাদের আদালতে সোপর্দ করব। আজ (রবিবার) আপনারা এ ব্যাপারে কোনো সংবাদ দিয়েন না। কালকেই এ ব্যাপারে সংবাদ দিয়েন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর