শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল চালু

ধামরাই প্রতিনিধি

কোনো দরিদ্র শিশু শিক্ষার্থীই যেন দুপুরের খাবারের জন্য কষ্ট না পায় সেই লক্ষ্যে ঢাকার ধামরাইয়ের প্রত্যন্ত অঞ্চল পাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে-মিল প্রকল্পের  উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম এ প্রকল্পের উদ্বোধন করেন। পাল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা জানান, এ বিদ্যালয়ে ২১০ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে বেশির ভাগ শিক্ষার্থীই দরিদ্র। তারা দুপুরের খাবারের জন্য বাড়িতে গেলে অনেকেই আসে না। এছাড়াও তারা ক্ষুধায় দুর্বল হয়ে পড়ে। এ কারণে এলাকাবাসীর সহযোগিতায় তারা হতদরিদ্রদের জন্য  স্কুলেই রান্না করে দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী জেলা প্রশাসকের নির্দেশনায়  প্রাথমিক পর্যায়ে এ মিড-ডে-মিলের উদ্বোধন করা হয়।পর্যাক্রমে ধামরাইয়ের প্রতিটি ইউনিয়নেই এ কার্যক্রম চালু করা হবে বলে তিনি জানান।

সর্বশেষ খবর