শিরোনাম
মঙ্গলবার, ১০ মে, ২০১৬ ০০:০০ টা

জরিমানা

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ের বংশী ও গাজীখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় সোমবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিনটি ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করা হয়েছে। এ সময় বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। জানা গেছে, দীর্ঘদিন ধরে আমিনুর রহমান নামে এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। সোমবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ধামরাই ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম নদীতে অভিযান চালিয়ে তিনটি ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ ধ্বংস করেন। তিনি গাঙ্গুটিয়া এলাকা থেকে সাড়ে ৫০০ কেজি ভেজাল সার ধ্বংস করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর