বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা

শম্ভুগঞ্জ জুটমিল আধুনিকায়নে চীনা রাষ্ট্রদূতের আশ্বাস

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শম্ভুগঞ্জ জুট মিল আধুনিকায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং। তিনি বলেন, ‘এ জুট মিল থেকে মালামাল নেওয়ার বিষয়ে চীনের বিভিন্ন কোম্পানির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের সঙ্গে চীন সব সময় সম্পর্ক ভালো রাখতে চায়। কৃষি, ইন্ডাস্ট্রিসহ বিভিন্ন সেক্টরে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়।’ গতকাল দুপুরে সদর উপজেলার শম্ভুগঞ্জ এলাকায় এ জুট মিল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, ময়মনসিংহ জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।  জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম জানান, চীনা রাষ্ট্রদূত মিলের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। এমনকি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ জুট মিল থেকে বিভিন্ন উপাদান  তৈরি করা যায় কী না এ নিয়ে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে মাদারগঞ্জ প্রতিনিধি জানান, চীনের রাষ্ট্রদূত মামিং চিয়া গতকাল জামালপুরের মাদারগঞ্জের চর এলাকা সফর করেছেন। চরাঞ্চলের দরিদ্র মানুষকে সহযোগিতা করতে তিনি উপজেলার দুর্গম চরাঞ্চল আঠাত্তুর এলাকায় যান। এ সময় স্থানীয় বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত এক আলোচনায় চীনের রাষ্ট্রদূত এ এলাকার জন্য একটি সোলার প্ল্যান্ট, যমুনা নদী শাসনের জন্য সর্বপ্রকার সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শক্তিশালী নেতৃত্বে গভীর থেকে গভীরতর হচ্ছে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক। এ সময় উপস্থিত ছিলেন, চীনের কমার্শিয়াল কাউন্সিলর লি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আলমগীর, উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

সর্বশেষ খবর