বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা
রডের বদলে বাঁশ

দুদক টিম চুয়াডাঙ্গায়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারে অনিয়ম তদন্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। গতকাল বেলা ১১টায় দুদকের কুষ্টিয়ার উপ-পরিচালক আবদুল গাফফারের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম দর্শনায় এসে নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। তারা দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। প্রসঙ্গত, গত বছর ডিসেম্বরে সরকারের নিজস্ব অর্থায়নে দুই কোটি ৪২ লাখ টাকা খরচে কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভবন নির্মাণের কাজ শুরু হয়। আগামী জুনে ভবনটি হস্তান্তরের কথা রয়েছে। ভবনের ঢালাইকাজে বাঁশ ব্যবহারের বিষয়টি জানাজানি হলে তা সারা দেশে আলোচিত হয়।

সর্বশেষ খবর