বুধবার, ১১ মে, ২০১৬ ০০:০০ টা
ময়মনসিংহে রমজান হত্যা

আটজনের যাবজ্জীবন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ত্রিশাল উপজেলার চাঞ্চল্যকর রমজান আলী হত্যা মামলায় ৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। গতকাল বিকালে দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ জহিরুল কবির এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন। এ রায়ে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- ত্রিশালের সাখুয়া ইউনিয়নের আখরাইল গ্রামের নাসিরুল হক, আব্দুল আওয়াল মেম্বার, গন্ডখোলা গ্রামের সুমন মিয়া, আলমগীর কবির, আব্দুল বাতেন, হুমায়ূন কবির, সিরাজুল ইসলাম ও জিয়াউদ্দিন ওরফে জিদ্দি। ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর নওজেশ আলী মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর রাতে একদল ডাকাত ঘরে ঢুকে রমজান আলীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহত রমজান আলীর ছেলে আরিফ রব্বানী ঘটনার ৭ দিন পর ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর