বৃহস্পতিবার, ১২ মে, ২০১৬ ০০:০০ টা

রাঙামাটির পাঁচটিতে আওয়ামী লীগ ২৭টিতে বিএনপি প্রার্থী দিতে পারেনি

রাঙামাটি প্রতিনিধি

ষষ্ঠ ধাপে ৪ জুনের নির্বাচনকে সামনে রেখে শেষ দিন পর্যন্ত রাঙামাটির ১০ উপজেলার ৪৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯২টি মনোনয়নপত্র জমা পড়েছে। এবারও আওয়ামী লীগ পাঁচটিতে এবং বিএনপি ২৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি। রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, স্বতন্ত্র ১১৯, আওয়ামী লীগের ৪৪, বিএনপির ২২, জাতীয় পার্টির ৪ ও ইসলামি আন্দোলনের তিনজন প্রার্থী মনোয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাই ১১-১২ মে। আপিল দাখিল ১৩-১৫ মে এবং আপিল নিষ্পত্তি হবে ১৬-১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৯ মে। উল্লেখ্য, এর আগে তৃতীয় ধাপে ঘোষিত তফসিলে রাঙামাটি ৪৯ ইউনিয়নে ভোট হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। কিন্তু আঞ্চলিক দলগুলোর হুমকিতে আওয়ামী লীগ ও বিএনপিসহ জাতীয় রাজনৈতিক দলগুলোর অনেক প্রার্থী নির্ধারিত সময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি-এমন অভিযোগে নির্বাচন পিছিয়ে দেয় কমিশন।

সর্বশেষ খবর