বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

শিবপুরে ১০ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি

শিবপুরে ১০ হাজার বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

নরসিংদীর শিবপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

নরসিংদীতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। গতকাল দিনভর শিবপুর উপজেলার কামারগাও ও পুটিয়া এলাকায় সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নরসিংদী তিতাস গ্যাসের অঞ্চলিক বিক্রয় কেন্দ্রের ব্যবস্থাপক তওহিদুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অর্ধশতাধিক পুলিশ সদস্য পুরো এলাকা ঘিরে রাখে।  জানা যায়, অভিযানে একটি কারিগরি দল মাটি খুঁড়ে প্রায় সাড়ে চার হাজার ফুট দুই ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ জব্দ করে। নিম্নমানের এ পাইপ থেকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা ছিল। তবে এই ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা যায়নি। অভিযান চলাকালে সংযোগ বিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশারুল আফসার। তিনি জানান, শিবপুরে কেউ অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করতে পারবে না। এই বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।  উল্লেখ্য, ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে যাওয়া তিতাসের উচ্চ চাপের সরবরাহ লাইন থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে প্রায় ১০ হাজার বাড়িতে গ্যাস দেওয়া হয়। এতে সরকার প্রতিমাসে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়ে আসছিল। এর আগেও তিন বার এই অবৈধ লাইনটি বিচ্ছিন্ন        করে তিতাস কর্তৃপক্ষ। কিন্তু চোরাই চক্র সরকারি ছুটির দিন ও রাতের আঁধারে পুনরায় সংযোগ নেয়।

সর্বশেষ খবর