বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

নবাববাড়ি সংরক্ষণে গেজেট

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার ঐতিহ্যবাহী নবাববাড়ি সংরক্ষণের সরকারি সিদ্ধান্তের ব্যাপারে গেজেট প্রকাশিত হয়েছে। ১২ মে প্রকাশিত গেজেটটি পাঠানো হয়েছে জেলা প্রশাসক ও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে। প্রত্নতত্ত্ব বিভাগের রাজশাহী বিভাগীয় পরিচালক নাহিদ সুলতানা জানান, গত সোমবার দুপুরে তিনি এ সংক্রান্ত চিঠি পেয়েছেন। এখন নিয়মমাফিক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এর আগে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গত ১৯ এপ্রিল স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ভবনটি পুরাকীর্তি হিসেবে সরকারিভাবে সংরক্ষণের সিদ্ধান্ত হয়েছে। উল্লেখ্য, নবাববাড়ি ওয়াক্ফ সম্পত্তি হলেও এটি ব্যক্তি মালিকানা দেখিয়ে নওয়াব পরিবারের দুই উত্তরসূরির কাছ থেকে দলিল করে নেন তিন ব্যবসায়ী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর