বুধবার, ১৮ মে, ২০১৬ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

প্রতিদিন ডেস্ক

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। বগুড়ায় বাসের ছাদ পড়ে মৃত্যু হয়েছে দুই যুবকের। এছাড়া চট্টগ্রাম, বাগেরহাট, গোপালগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, পাবনা, মেহেরপুর ও ময়মনসিংহে মারা গেছেন একজন করে। প্রতিনিধিদের খবর—

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৪ শ্রমিক। উপজেলা সদরের কলেজ রোডের মাথা ও হাসপাতালের সামনে এ দুর্ঘটা ঘটে। নিহতরা হলেন— শরিফুল, আরিফুল, সবুজ। অপর নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি।  চট্টগ্রাম : মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মোশাররফ হোসেন নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। তিনি মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন। বগুড়া : শেরপুর উপজেলায় বাসের ছাদ থেকে পড়ে গতকাল অজ্ঞাত পরিচয় দুই যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মদনপুর এলাকায় এই ঘটনা ঘটে। মেহেরপুর : মেহেরপুর-কাথুলী সড়কের সহগোলপুরে গতকাল আলগামন (শ্যালো ইঞ্জিনচালিত যান) থেকে সিটকে পড়ে যমুনা নামে এক গৃহবধূ মারা গেছেন। ময়মনসিংহ : তারাকান্দায় দুই বাসের সংঘর্ষে আল-অমিন নামে এক হেলপার নিহত ও ৩০ জন আহত হয়েছেন। এছাড়া  বাগেরহাটে পুলিশ কনস্টেবল ওমর আলী, গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় ব্যক্তি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কানু নামে এক ব্যক্তি এবং লক্ষ্মীপুরের রায়পুর ও পাবনার সাঁথিয়ায় আরও দুজন মারা গেছেন।

সর্বশেষ খবর